পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি

আমাদের আজকের আলোচনার বিষয় পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি ,যা বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম অধ্যায় এর অন্তর্ভুক্ত।

পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি

আমরা ঊল দিয়ে পমপম তৈরি করেছি। ঠিক একই নিয়মে পাটের আঁশ দিয়ে একটি হাঁসের ছানা তৈরি করতে পারি। নিচের ছবি দেখে অনায়াসে হাঁসের মাটি তৈরি করতে পারব। মোটা কাগজ যারা না পারে তারা পুরনো চিঠির পোস্টকার্ড নিয়ে তিন ইঞ্চি ব্যাসের দুইটি গোলাকৃতি এঁকে কেটে নেবে। বড় গোলাকৃতি দুটির ঠিক মাঝে ছোট করে গোল এঁকে কেটে বের করি।

 

পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি

 

এর পর সুই-এর সাহায্যে উর্দু অথবা পাটের আঁশ পরিয়ে গোল চাকতি দুটো একসাথে নিয়ে এমনভাবে বার বার ঘুরিয়ে সম্পূর্ণ ভরা যেন একটুও ফাঁক না থাকে। এবার কাঁচি দিয়ে চারধার একটু কেটে কাগজের চাকতি দুটোর ফাঁকে একটু শক্ত করে দুতো বা উল দিয়ে বেঁধে নেব।

এবার কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে একটা অংশ কাঁচি নিয়ে হেঁটে মাথার আকৃতি করি। এবং নিচের অংশ শরীরের কাজ করবে। (যারা পাটের আঁশ দিয়ে করবে তারা সন্তু তার ভাঁজ করে একটি সুইয়ের মতো করে নেবে)।

এবার কাগজ কেটে চোখ ও ঠোঁট বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। চোখের রং কালো ও ঠোঁট হলুন বা লাল করে দিলে সুন্দর দেখাবে। এবার হাঁসটি তৈরি হয়ে গেলে হাঁসের গলায় সুন্দর সরু ফিতা বেঁধে দিলে আরও সুন্দর দেখাবে।

 

 

পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি

 

এভাবে তিনটি হাঁসের-ছানা তৈরি করে একটি সেট বানাতে পারি। এটি আমরা বন্ধুদের জন্মদিনে উপহার দিতে পারি বা নিজের ঘরে রেখে সাজাতে পারি। বন্ধুদের উপহার দেবার জন্য আমরা তিনটি পুতুলের সেট তৈরি করে নিতে পারি।

একটি বড় ও দুটো ছোট হাঁসের ছানা তৈরি করে একটি হার্ডবোর্ড বা মোটা বোর্ড কাগজ লম্বা করে কেটে, হাঁসের ছানাগুলোর নিচের অংশে আঠা লাগিয়ে পর পর তিনটি ঐ হার্ডবোর্ডে সাজিয়ে নিই।

 

পাটের আঁশ বা উগ দিয়ে সুন্দর একটি হাঁসের ছানা তৈরি

 

আরও দেখুনঃ

Leave a Comment